বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ডিএসসিএসসি কোর্স সফলভাবে সম্পন্ন করলেন পুলিশের ৩ কর্মকর্তা

by ঢাকাবার্তা
ফাহমিদা হক শেলী, শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম এবং মো. সুমন মিয়া।

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ সফলভাবে সম্পন্ন করেছেন। আজ, ২৮ নভেম্বর ২০২৪, মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি মিলনায়তনে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

এ বছর কোর্সটি সফলভাবে সম্পন্ন করা তিন পুলিশ কর্মকর্তা হলেন পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম এবং মো. সুমন মিয়া।

ডিএসসিএসসি কোর্স-২০২৪-এ মোট ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যার মধ্যে ৫৭ জন বিদেশি এবং ১৩ জন নারী কর্মকর্তা ছিলেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চীন, ভারত, জার্মানি, এবং সৌদি আরবসহ আরও অনেক দেশ অন্তর্ভুক্ত ছিল।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net