বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ফের উত্তাল মণিপুর: কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ

মোদির উদ্দেশে রাহুলের টুইট- মণিপুরে যান এবং শান্তি ফেরাতে উদ্যোগ নিন।

by ঢাকাবার্তা
বিজেপির গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে (Manipur) সহিংসতার আগুন আবারও দাউ দাউ করে জ্বলছে। পাল্টাপাল্টি হামলা, অগ্নিসংযোগ এবং ব্যাপক বিক্ষোভের কারণে রাজ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত শনিবার বিক্ষুব্ধ জনতা রাজ্যের তিনজন মন্ত্রীর ও ছয়জন এমএলএ’র বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন পাঁচটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট ও মোবাইল ডাটা সেবা বন্ধ ঘোষণা করেছে।

কেন্দ্রের তীব্র সমালোচনা

এই অস্থিরতার জন্য ক্ষমতাসীন বিজেপি (BJP) সরকারকে কড়া সমালোচনা করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি বলেন, “মণিপুরকে ইচ্ছাকৃতভাবে জ্বলতে দেওয়া হচ্ছে। এটি বিজেপির বিভাজনের রাজনীতির অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কেবল নিজের চেয়ার রক্ষা করতে ব্যস্ত, জনগণের দুর্ভোগ তাকে ছুঁয়ে যায় না।”

তিনি আরও বলেন, ২০২৩ সালের মে মাস থেকে রাজ্যে সহিংসতা, বিভাজন ও মানবিক বিপর্যয় চলছে। অথচ প্রধানমন্ত্রী মোদি এখনো সেখানে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

রাহুল গান্ধীর উদ্বেগ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) মণিপুরের চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বিভক্তি ও দুর্ভোগের এক বছর পরেও শান্তি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি মনিপুরে যান এবং শান্তি ফেরাতে উদ্যোগ নিন।”

মণিপুরের এক শহুরে রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ

মণিপুরের এক শহুরে রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ

সহিংসতার ভয়াবহতা

রাজ্যে চলমান সহিংসতায় গত কয়েক দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। সম্প্রতি নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজনের মৃতদেহ একটি নদীতে পাওয়া যায়। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা আইনপ্রণেতাদের বাড়িঘর তছনছ করে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাইয়ের বাড়িতে আগুন লাগায়। নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

প্রশাসনের পদক্ষেপ

মণিপুর সরকার পরিস্থিতি সামাল দিতে পাঁচটি জেলায় কারফিউ জারি করেছে। পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে যাতে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো না যায়।

জাতির প্রত্যাশা

মণিপুরের জনগণ শান্তি ফেরার আশায় দিন গুনছে। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপ না হলে এই সংকট আরও দীর্ঘায়িত হবে এবং এটি উত্তর-পূর্ব ভারতের জন্য স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net