সাহিত্য ডেস্ক ।।
বিশ্বব্যাপী প্রকৃতি, পরিবেশ ও মানবতার প্রশ্নে বহুজাতিক কণ্ঠস্বরকে সামনে এনে একটি গুরুত্বপূর্ণ কাব্যসংকলন Nature Matters: Vital Poems from the Global Majority। এই সংকলনের সহ-সম্পাদনায় রয়েছেন ব্রিটিশ কবি মোনা আর্শি এবং ক্যারেন ম্যাকার্থি উলফ। আফ্রিকান, এশীয় এবং ক্যারিবীয় অভিবাসী কবিদের কণ্ঠে প্রকৃতিবিষয়ক কবিতার এই সংগ্রহ একাধারে সময়োপযোগী এবং প্রেরণামূলক। মূলধারার ইউরোপকেন্দ্রিক প্রকৃতিবিষয়ক সাহিত্যের বাইরে গিয়ে এই সংকলন পরিবেশবাদ, নগর প্রকৃতি, প্রতিবাদ, আদিবাসী জ্ঞান ও বিকল্প ইতিহাসের মতো বিষয়কে সামনে এনে এক নতুন ধারা সৃষ্টি করেছে। বইটিতে গত পঞ্চাশ বছরের কিছু গুরুত্বপূর্ণ কবিতার সঙ্গে রয়েছে নতুনভাবে রচিত বহু কবিতা, যা জলবায়ু সংকট, নিঃসঙ্গতা, সহমর্মিতা ও মনুষ্যকেন্দ্রিক যুগে প্রকৃতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। পাঠকের সামনে এক ভিন্নধর্মী প্রকৃতিবোধ তুলে ধরতে এ বই এক যুগান্তকারী প্রচেষ্টা।
বইটিতে যাদের কবিতা সংকলিত হয়েছে, তারা হলেন— ভিক্টোরিয়া আদুকওয়ে বুল্লি, জন আগার্ড, জেসন অ্যালেন-পেইসান্ট, মনিজা আলভি, অ্যান্থনি আনাক্সাগোরু, রেমন্ড অ্যান্ট্রোবাস, মোনা আর্শি, আন্দ্রে বাগু, খাইরানি বারোক্কা, জিফা বেনসন, জে বার্নার্ড, সুজাত ভট্ট, মালিকা বুকার, কামাউ ব্রাথওয়েট, এলিজাবেথ-জেন বার্নেট, অ্যান্থনি বাহনি কাপিলদেও, মেরি জিন চ্যান, কায়ো চিংওনিয়ি, ডেভিড ড্যাবিডিন, ফ্রেড ডাগুইয়ার, কওয়ামি ডজ, ইমতিয়াজ ধারকড়, তিশানি দোশি, নিধি জাক/আরিয়া আইপ, ইনুয়া এলামস, রিচার্ড জর্জেস, লর্না গুডিসন, মিনা গোরজি, উইল হ্যারিস, রঞ্জিত হোস্কোটে, সারা হাও, ইয়ান হাম্প্রিজ, শরণ হুনজান, ইশিয়ন হাচিনসন, লিনটন কুয়েসি জনসন, অ্যান্থনি জোসেফ, ভানু কাপিল, জ্যাকি কেয়, মিমি খালভাতি, সাফিয়া কামারিয়া কিনশাসা, জাফর কুনিয়াল, হান্না লো, ক্যারেন ম্যাককার্থি উল্ফ, রয় ম্যাকফারলেইন, নিক মাকোহা, ই. এ. মার্কহ্যাম, মমতাজা মেহরি, কে মিলার, দলজিত নাগরা, কার্থিকা নায়ের, গ্রেস নিকোলস, সেলিনা নউলু, গবয়েগা ওদুবাঞ্জো, ওলুওয়াসিউন ওলায়িওওলা, নি পার্কেস, সন্দীপ পরমার, পাস্কাল পেতি, রোয়ান রিকার্ডো ফিলিপস, অ্যালিসিয়া পিরমোহামেদ, নিনা মিংগিয়া পাউলস, তাজ রহমান, এ. কে. রামানুজান, নিশা রামাইয়া, শিভানী রামলোচন, বিদ্যান রাভিন্থিরন, রজার রবিনসন, ডেনিস সল, সেনি সেনেভিরত্নে, অলিভ সিনিয়র, ওয়ারসান শায়ার, জিত থায়িল, মারভিন থম্পসন, ডেরেক ওয়ালকট, কানডেস সিওভান ওয়াকার, রুশিকা উইক, জেনিফার উয়াং, বেঞ্জামিন জেফেনায়া।
এই সংকলনের অন্যতম সম্পাদক মোনা আর্শি একজন খ্যাতিমান ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক। ২০১৫ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ Small Hands এর জন্য তিনি ফরোয়ার্ড পুরস্কার (Forward Prize for Best First Collection) লাভ করেন। একইসঙ্গে তিনি ম্যানচেস্টার পোয়েট্রি প্রাইজ-সহ একাধিক পুরস্কার জিতেছেন। তাঁর সাহিত্যকর্মে প্রাধান্য পায় শোক, স্মৃতি, মানবাধিকার এবং নারীর অভিজ্ঞতা। মোনা আর্শি জন্মগ্রহণ করেন লন্ডনের হাউন্সলো শহরে, এক ভারতীয় শিখ পরিবারে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স (LSE) থেকে মানবাধিকার আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে তিনি কয়েক বছর সিভিল লিটিগেশন আইনজীবী হিসেবে কাজ করেন এবং ‘লিবার্টি’ নামক মানবাধিকার সংগঠনের হয়ে উচ্চ আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেন। তবে ২০০৮ সালে কবিতার প্রতি প্রবল টানে তিনি সাহিত্যসাধনায় মনোনিবেশ করেন এবং ক্রিয়েটিভ রাইটিং-এ এমএ করেন ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংগ্লিয়া থেকে।
লেখালেখির জগতে প্রবেশের পর থেকেই তিনি কাব্যজগতে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ Dear Big Gods (২০১৯) এবং প্রথম উপন্যাস Somebody Loves You (২০২১) সমালোচকপ্রশংসিত। উপন্যাসটি জালাক প্রাইজ ও গোল্ডস্মিথস প্রাইজ-সহ একাধিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। কবি হিসেবে তিনি ব্রিটিশ কাউন্সিল, বিবিসি ও বিভিন্ন সাহিত্য সংস্থার হয়ে নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ট্রিনিটি কলেজ, কেমব্রিজে ফেলো কমনার ছিলেন। একই বছরে তিনি রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের ফেলো নির্বাচিত হন।