স্টাফ রিপোর্টার ।।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের আট সদস্যের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন।
তালিকায় রয়েছেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান। দুদকের অনুসন্ধানে তাদের নামে প্রায় ১৪৩ কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক জানায়, বিদেশে তারা যে সম্পদ ও বিনিয়োগ করেছেন, তার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি। সংস্থাটি আরও বলেছে, সায়েম সোবহান আনভীর ৩০ লাখ ইউরো বিনিয়োগ করে স্লোভাকিয়ার নাগরিকত্ব নেন। তাঁর স্ত্রী ইয়াশা সোবহান সাইপ্রাসে ২০ লাখ ইউরো বিনিয়োগ করে নাগরিকত্ব পেয়েছেন। একইভাবে আহমেদ আকবর সোবহান ও আফরোজা বেগম সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ২.৫ লাখ ডলার বিনিয়োগ করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, এসব সম্পদ জব্দের তথ্য সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাসসহ বিভিন্ন দেশের সংস্থায় পাঠানো হবে।
দুদক আরও জানায়, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে আদালতের এ আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার আদালত এর আগে আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।