শনিবার, আগস্ট ২, ২০২৫

অবৈধভাবে বসবাস, ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

by ঢাকাবার্তা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা

স্টাফ রিপোর্টার ।। 

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “শুরুতে ধারণা ছিল অর্ধশতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত ৩৯ জনকেই পাঠানো হয়েছে।”

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু হয়। সেই প্রেক্ষিতেই অভিবাসন কর্তৃপক্ষ অবৈধভাবে অবস্থানরতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করে।

এর আগেও যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের একাধিক দফায় ফেরত পাঠানো হয়েছিল।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net