খুলনা প্রতিনিধি ।।
জনগণের আস্থার ওপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে নেতা-কর্মীদের নতুন নির্দেশনা দিয়েছেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি জনগণের সঙ্গে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার তাগিদ দেন।
তারেক রহমান বলেন, “জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হতে পারে। জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। জনগণের আস্থা ধরে রাখতেই হবে, তা নষ্ট হলে দলের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে না।”
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে কর্মশালা
বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় খুলনা জেলার কর্মশালা হয় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে। সাতক্ষীরার কর্মশালা শহরের তুফান কনভেনশন সেন্টারে এবং বাগেরহাটে জেলা পরিষদ মিলনায়তনে। খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরার নেতারা এতে অংশ নেন।
তারেক রহমান বলেন, “দলীয় নেতা-কর্মীদের জনগণের জন্য কাজ করতে হবে। জনগণ এখন সচেতন। মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। তবে সেই আস্থা ধরে রাখতে না পারলে দল হিসেবে টিকে থাকা কঠিন হবে। কোনো নেতা-কর্মী যদি আস্থা নষ্ট করে, তাকে দলের সঙ্গে রাখা সম্ভব নয়।”
জনগণের সমস্যার সমাধানে অঙ্গীকার
তারেক রহমান বলেন, “মানুষ বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চায়। তারা জানতে চায়, বিএনপি সরকার গঠন করলে তাদের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানে কী পদক্ষেপ নেবে। যেমন—চাল, ডাল, তেল, নুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো বা আয় বাড়ানোর বিষয়ে কী পরিকল্পনা রয়েছে। বেকারত্ব দূরীকরণ, চিকিৎসাসেবা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে বিএনপি কী করবে, তা মানুষ জানতে চায়।”
তিনি আরও বলেন, “৩১ দফা কর্মসূচি শুধু দলের নেতা-কর্মীদের জন্য নয়, বরং দেশের মানুষের জন্য। এই কর্মসূচি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। জনগণের কাছে স্পষ্ট করতে হবে, বিএনপি কেন এবং কীভাবে তাদের জন্য কাজ করবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
খুলনায় কর্মশালায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।
সাতক্ষীরায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। বক্তব্য দেন কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য শহিদুল আলম ও কাজী আলাউদ্দিন প্রমুখ।
বাগেরহাটে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান প্রমুখ।
জনগণের সঙ্গে থাকার আহ্বান
তারেক রহমান বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করা এবং তাদের সঙ্গে থাকা। দিন শেষে জনগণই সিদ্ধান্ত নেবে, আমরা জনপ্রিয় কি না। কাজেই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।”
এই প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থেকে দলীয় কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।