সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

by ঢাকাবার্তা
শেখ হাসিনা। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই মাসের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে সরকার ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। এই তালিকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। পাসপোর্ট অফিসের বরাত দিয়ে তিনি বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং গণ-অভ্যুত্থানে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে আজাদ মজুমদার জানান, ভারত সরকার বিষয়টি অবগত এবং শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যদি কম সংস্কার করা হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। তবে বেশি সংস্কারের প্রয়োজন হলে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে।

গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের দাবি পূরণে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস ব্রিফিংয়ে পাসপোর্ট অফিসের কাজ সহজ করতে এজেন্ট নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net