ডেস্ক রিপোর্ট ।।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে শান্তিশৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
রোববার (২৭ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে নতুন যাত্রী টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বন্ধ হলে পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা হবে।
বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ আরও বলেন, বৈধ সীমান্ত চলাচলের অভাবে অবৈধ অভিবাসনের প্রবণতা বাড়ে, যা দুই দেশের শান্তি বিঘ্নিত করে। পশ্চিমবঙ্গের জনগণকে ২০২৬ সালে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে অনুপ্রবেশ বন্ধে উদ্যোগ নিতে বলেন তিনি।
অমিত শাহ এ সময় উল্লেখ করেন যে, একটি অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নে ৭ লাখ ৭৪ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে, তবে তা দুর্নীতির কবলে পড়েছে।
ভারতের সীমান্তবর্তী জনগণের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ, ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক আদান-প্রদান বাড়বে, যা নতুন পার্টনারশিপের যুগ সৃষ্টি করবে এবং উন্নয়ন ত্বরান্বিত করবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের স্থল বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়। প্রায় ৫০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত নতুন টার্মিনালটি দুই দেশের সংযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন।