সোমবার, মার্চ ১৭, ২০২৫

বইমেলায় সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে : ডিএমপি কমিশনার

by ঢাকাবার্তা
ব্রিফ করছেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ সাজ্জাত আলী, এনডিসি জানিয়েছেন, বইমেলার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা থাকবে। পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেও সেখানে উপস্থিত থাকবেন। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি, সাদা পোশাকেও বিশেষ টিম কাজ করবে।

ডিএমপি কমিশনার আজ শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) সকালে বইমেলা-২০২৫ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে গেইট কেন্দ্রিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বইমেলার প্রবেশমুখে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও ম্যানুয়াল চেকিং ব্যবস্থা থাকবে। বড় ব্যাগ, কার্টুন ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মেলার ভেতরে ও চারপাশে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ চালানো হবে। বিশেষ টিম হকার, বখাটে, ছিনতাইকারী ও পকেটমারদের দমনে তৎপর থাকবে। নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে।

বইমেলা কেন্দ্রিক নিরাপত্তা ব্যারিকেড, পিকেট ও দূরবর্তী চেকপোস্ট ব্যবস্থা থাকবে। ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ডিবি, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াটসহ ডিএমপির বিশেষ টিম প্রস্তুত থাকবে।

ডিএমপি কমিশনার জানান, ট্রাফিক বিভাগ পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে। বইমেলার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা দর্শনার্থীদের সংখ্যা বিবেচনায় কখনো বন্ধ, কখনো খোলা রাখা হবে। অনুমোদিত যানবাহনের জন্য পাঁচটি পার্কিং স্থান নির্ধারণ করা হয়েছে এবং নো-পার্কিং জোন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার। প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে কমিশনার বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং স্টলগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net