রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত, জরুরি অবস্থা ঘোষণা

by ঢাকাবার্তা
ক্ষতিগ্রস্থ এলাকায় নাগরিকদের খোঁজখবর নিচ্ছেন মিয়ানমারের সামরিক প্রধান।

ডেস্ক রিপোর্ট ।।

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আশপাশের দেশগুলো। বিভিন্ন ভবন ও সেতু ধসে পড়ার খবর পাওয়া গেছে।  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন মাটির সঙ্গে মিশে গেছে, যেখানে অন্তত ৭০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও প্রভাব যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এবং মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে। এই শহরে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।

ক্ষয়ক্ষতির পরিমাণ ভূমিকম্পের ফলে মিয়ানমারের রাজধানী নেপিডোর সড়কে ফাটল দেখা দিয়েছে এবং বহু ভবনে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ রাস্তায় হেলমেট পড়ে হাঁটছে এক নাগরিক।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ রাস্তায় হেলমেট পড়ে হাঁটছে এক নাগরিক।

এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম চীনেও অনুভূত হয়েছে।

উদ্ধার অভিযান ও হতাহতের সংখ্যা মান্দালয়ের একজন উদ্ধারকর্মী বিবিসিকে বলেছেন, ভূমিকম্পে ‘ব্যাপক’ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ‘অন্তত কয়েক শ’ মানুষ হতাহত হয়েছেন।

মিয়ানমারের সামরিক সরকার অন্তত ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়, যার কেন্দ্রও ছিল ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি।

ভবিষ্যৎ শঙ্কা ও প্রতিক্রিয়া ইয়াঙ্গুনের এক বাসিন্দা সোয়ে লিন জানান, ভূমিকম্পের পরও পরাঘাত হতে পারে বলে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। ব্যাংককে বসবাসরত বিবিসির এক সাংবাদিক জানান, ভূমিকম্পের সময় তিনি রান্না করছিলেন এবং প্রবল আতঙ্কে পড়েন।

এই ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net