স্টাফ রিপোর্টার ।।
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ার ঘোষণার পরই বাজারে সয়াবিন তেলের সরবরাহ বেড়ে গেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ সোমবার ঢাকার সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে নতুন এই দাম ঘোষণা করেন। আগামীকাল মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে।
ঘোষণার পর বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার বোতলের দাম এখন ৮৬০ টাকা।

সচিবালয়ে ব্রিফ করছেন বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্ডাস্ট্রির অংশীজনেরা কাজ শুরু করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি এবং বাজারের স্থিতিশীলতা বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।