স্টাফ রিপোর্টার ।।
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে বোর্ডে নিয়োগ দেন। এর পরপরই ব্যাংকের সর্বোচ্চ পদে অভিষিক্ত হলেন তিনি। তিনি দায়িত্ব নিচ্ছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হয়ে, যিনি অনিয়মের অভিযোগে চলমান তদন্তের প্রেক্ষিতে ১৭ জুলাই পদত্যাগ করেন।
অধ্যাপক জুবায়দুর রহমানের কর্মজীবনের শুরু ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশাল; তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও রাশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপনা ও গবেষণা করেছেন।

নিজের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্টের অনুষ্ঠানে অধ্যাপক জুবায়দুর রহমান। ২০২৩ সালে তোলা ছবি।
বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন, যা আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে গৃহীত হয়। তিনি রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে ডেলোয়েটের পরিচালনায় বাজার অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বর্তমানে তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামী ব্যাংক আশা করছে, অধ্যাপক জুবায়দুর রহমানের কৌশলগত পরামর্শ, পরিবর্তন ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক জবাবদিহিতা এবং কর্পোরেট গভর্ন্যান্স অভিজ্ঞতা ব্যাংকটির ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।