ডেস্ক রিপোর্ট ।।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
হেফাজতে ইসলামের উদ্যোগে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন,
“প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি, আর তা কার্যকর করেই আমরা সাইফুলের প্রতি ন্যায্যতা দেখাতে পারব।”
নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনার মোক্তারপাড়া এলাকায় তৌহিদী জনতা ও খেলাফত আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ হয়। সংগঠনের নেতারা ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানান।
দিনাজপুরের বিরামপুরে সমাবেশ
বিরামপুর পৌর শহরে ওলামা মাশায়েখ পরিষদের নেতৃত্বে বিকেলে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মসজিদের ইমাম ও খতিবরা বক্তব্য রাখেন।
বরিশালে সম্প্রীতি সমাবেশ
বরিশালে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে জোটের নেতারা বলেন,
“আদালত হলো বিচার পাওয়ার স্থান। সেখানে আইনজীবীকে নৃশংসভাবে হত্যা দেশের মানুষের জন্য আশঙ্কাজনক। একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে আরও সক্রিয় হতে হবে।”
চট্টগ্রাম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ও তদন্ত
গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হন। এ ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা করেছে। এখন পর্যন্ত হত্যার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে হত্যায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।