বুধবার, আগস্ট ৬, ২০২৫

আজ ও কাল ঝড়বৃষ্টি থাকবে, নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সতর্কসংকেত

সারাদেশে বৃষ্টি অব্যাহত, উপকূলে দমকা হাওয়ার শঙ্কা

by ঢাকাবার্তা
ঢাকায় বৃষ্টির ছবি। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কখনো কখনো ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ ও আগামীকাল (শুক্র ও শনিবার) সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টির কারণে কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। যানবাহনের সংকট ও ভেজা রাস্তার কারণে অফিসগামী মানুষের দুর্ভোগ চোখে পড়ার মতো।

আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, বঙ্গোপসাগরের লঘুচাপটি আজ ভোরে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ঢাকায় বৃষ্টির ছবি। ফাইল ফটো

ঢাকায় বৃষ্টির ছবি। ফাইল ফটো

সকাল ৬টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৯৫ কিলোমিটার, মোংলা থেকে ২৩০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “সারাদেশে আজ ও আগামীকাল বৃষ্টি অব্যাহত থাকবে। তবে পরশুদিন থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসতে পারে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net