শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

by ঢাকাবার্তা
আকাশে সরু চাঁদ। ফাইল ফটো

সৈয়দ হাসসান ।।

দেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

রমজানের নতুন চাঁদ দেখা উপলক্ষে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) যে দোয়া পড়তেন, তা পাঠ করার আহ্বান জানিয়েছেন ধর্মীয় আলেমগণ। দোয়াটি হলো—

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা, রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। (তিরমিজি, মিশকাত)

রাসুলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখলে কল্যাণ ও বরকতের দোয়া করতেন এবং সাহাবিদেরও চাঁদ দেখার জন্য উৎসাহিত করতেন। তিনি বলেছেন, “তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো।”

চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং সাহ্‌রি খেয়ে আগামীকাল থেকে রোজা পালন করবেন।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও রহমতের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net