স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে বিদেশে খরচের প্রবণতা দিন দিন বাড়ছে। অক্টোবরে থাইল্যান্ডে বাংলাদেশিরা সবচেয়ে বেশি, ৭৮ কোটি টাকা খরচ করেছেন। থাইল্যান্ডের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটিতে বাংলাদেশিরা অক্টোবরে ৪৩ কোটি টাকা খরচ করেছেন, যা সেপ্টেম্বরে ছিল ৩০ কোটি টাকা। এতে এক মাসে প্রবৃদ্ধি হয়েছে ১৩ কোটি টাকা।
ভারত তৃতীয় স্থানে অবস্থান করছে। সেখানে অক্টোবরে বাংলাদেশিদের খরচের পরিমাণ ৫৪ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় চার কোটি টাকা বেশি।
এদিকে, ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলনের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বরে নগদ উত্তোলনের পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকা। ব্যবহৃত কার্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিসা কার্ড। মাস্টার কার্ড, ইউনিপে এবং অ্যামেক্স কার্ডও ব্যবহৃত হচ্ছে যথেষ্ট।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশিদের বৈদেশিক ভ্রমণ ও আন্তর্জাতিক লেনদেন বৃদ্ধির কারণেই ক্রেডিট কার্ড খরচে এই উল্লম্ফন দেখা যাচ্ছে।