সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

চীনের সঙ্গে এআই সহযোগিতায় রাশিয়ার নতুন পদক্ষেপ

by ঢাকাবার্তা
ফটো ইলাস্ট্রেশন: গালা

ডেস্ক রিপোর্ট ।। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে সহযোগিতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ক্রেমলিনের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। তিনি রাশিয়ার সরকার ও দেশটির বৃহত্তম ব্যাংক সবারব্যাংককে চীনের সঙ্গে প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে একযোগে কাজ করার আহ্বান জানান।

পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে মাইক্রোচিপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রাশিয়ার এআই উন্নয়ন বড় বাধার সম্মুখীন হয়েছে। সবারব্যাংকের সিইও জার্মান গ্রেফ ২০২৩ সালে স্বীকার করেছিলেন যে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ), যা এআই উন্নয়নের ভিত্তি, রাশিয়ার জন্য প্রতিস্থাপন করা সবচেয়ে কঠিন হার্ডওয়্যার।

পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন, ব্রিকস দেশসমূহ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে একটি নতুন ‘এআই অ্যালায়েন্স নেটওয়ার্ক’ গড়ে তোলা হবে। এটি বিশেষজ্ঞদের একত্রিত করে ২১শ শতকের এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে।

তবে, কৃত্রিম বুদ্ধিমত্তায় উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে রাশিয়া যুক্তরাজ্যের টরটয়েস মিডিয়ার গ্লোবাল এআই ইনডেক্সে ৮৩ দেশের মধ্যে ৩১তম অবস্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্র, চীন, এমনকি ব্রিকস সদস্য ভারত ও ব্রাজিল থেকেও অনেক পিছিয়ে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net