রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি ডাকাতদলের

by ঢাকাবার্তা

কেরানীগঞ্জ প্রতিনিধি ।। 

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে একদল ডাকাত নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে এবং কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে।

ব্যাংকের ম্যানেজার শেখর মন্ডল জানান, “ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। আমরা তাদের সঙ্গে নেগোসিয়েট করছি। ব্যাংকের ভেতরে তিনজন ডাকাত অস্ত্রসহ রয়েছেন। তারা নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করেছেন।”

খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংকটি ঘেরাও করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতদের আটকে রেখে তাদের দমন করতে অভিযান চলবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net