শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

ভারতে মুক্তি পাচ্ছে না ‘সরদারজি-৩’, কারণ নায়িকা পাকিস্তানি

by ঢাকাবার্তা
সরদারজি-৩

ডেস্ক রিপোর্ট ।।

ভারতে মুক্তি পায়নি ‘আবির গুলাল’ সিনেমাটি—কারণ এতে ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এবার বিতর্কে পড়েছে দিলজিৎ দোসাঞ্জের নতুন হরর-কমেডি সিনেমা ‘সরদারজি-৩’। কারণ, সিনেমাটির নায়িকা পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। খবর ইন্ডিয়া টুডের।

গত রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ট্রেলার শেয়ার করে জানান, ‘সরদারজি-৩’ মুক্তি পাবে ২৭ জুন, তবে কেবল ভারতের বাইরে। পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর বলিউডে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে না।

সরদারজি-৩ ছবির একটি দৃশ্য

সরদারজি-৩ ছবির একটি দৃশ্য

এছাড়া ট্রেলারের ইউটিউব লিংকটিও ভারতে ব্লক করা হয়েছে। ভারতীয় ব্যবহারকারীরা লিংকে গেলে দেখতে পাচ্ছেন: ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে ছবির টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে।

ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ২৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও ভারতে কাস্টিং নিয়ে আপত্তির কারণে এটি বিতর্কের মুখে পড়ে।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ছবিটির বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আপত্তির কেন্দ্রবিন্দুতে পাকিস্তানি অভিনেত্রীর উপস্থিতি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net