আগরতলা প্রতিনিধি।।
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রেক্ষিতে সেখানে কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সহকারী হাইকমিশন জানায়, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।
হামলাটি ঘটে গত সোমবার, যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ঢাকাস্থ হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিপুরা পুলিশের তিন সদস্যকে বরখাস্ত এবং এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী প্রচারণা ও বিক্ষোভ চলতে থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারতে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলোর চারপাশে নিরাপত্তা বাড়ানোর কথাও জানানো হয়েছে।