শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নিউমার্কেট থানার এসি-ওসির প্রত্যাহার চায় সাত কলেজের শিক্ষার্থীরা

by ঢাকাবার্তা
সাত কলেজের লোগো

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের জেরে আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবের ঘটনায় নিউমার্কেট থানার সহকারী কমিশনার (এসি) এবং ওসিসহ দায়িত্বরতদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে থানা ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ঢাকা কলেজ ক্যাম্পাসে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী মইনুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে নিউমার্কেট থানার পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো।”

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদ পদত্যাগ না করলে ঢাকা কলেজের সামনে দিয়ে ঢাবির বাসসহ যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইডেন কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, “আমাদের অধিভুক্তি বাতিলের দাবি আমলে নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, তবে বাকি পাঁচটি দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।”

এছাড়া, শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন যে, সরকার এবং কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করবে। সংঘাত এড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, দীর্ঘদিন আন্দোলনের পরেও তাদের দাবিগুলো আমলে নেওয়া হয়নি, তাই এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net