ঢাবি প্রতিনিধি ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে সম্মানজনকভাবে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ঢাবি উপাচার্যের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাত কলেজকে পৃথকীকরণের সিদ্ধান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর পরিচালিত হবে না।
বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাবি প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সাত কলেজ নিয়ে চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের ধৈর্য ধারণ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।
সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।