শনিবার, আগস্ট ১৬, ২০২৫

খুলনায়কের ভূমিকায় ফিরছেন শাহরুখ খান

by ঢাকাবার্তা
শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট ।।

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার দেখা যেতে পারে একেবারে ভিন্ন অবতারে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুষ্পা ২-এর পরিচালক সুকুমারের সঙ্গে কাজ করতে প্রস্তুত শাহরুখ। এতে তিনি থাকবেন খলনায়কের ভূমিকায়।

প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ অভিনীত নতুন সিনেমাটি হবে গ্রাম্য রাজনৈতিক প্রেক্ষাপটের অ্যাকশন ড্রামা। যেখানে জাতপাত এবং শ্রেণি নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু তুলে ধরা হবে। কিং খানকে দেখা যাবে একেবারে দেশি লুকে, একজন অ্যান্টি-হিরো চরিত্রে।

এদিকে, অভিষেক বচ্চন ও মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়ও কাজ করছেন শাহরুখ। সবশেষ তাকে দেখা গেছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তে।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ‘ডর’ ও ‘বাজিগর’-এর মতো সিনেমায় অ্যান্টি-হিরো চরিত্রে বাজিমাত করেছিলেন শাহরুখ। পাঠান ও জাওয়ানে তার অ্যাকশনও ছিল প্রশংসিত। তাই সুকুমারের সঙ্গে এই নতুন জুটি বলিউডে ফের আলোচনার জন্ম দিতে পারে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net