স্টাফ রিপোর্টার ।।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন রসায়নবিদ মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাক নাম ছিল কমল।
১৯৫৩ সালে জিয়াউর রহমান তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং এক সেক্টরের দায়িত্ব পালনের পাশাপাশি তার নামে গঠিত হয় ‘জেড ফোর্স’। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতার ঘোষণা দেন তিনি, যা চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৫শে আগস্ট জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান নিযুক্ত হন। ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন এবং ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী একদল সেনাসদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। তার রাজনৈতিক দর্শন এবং নেতৃত্ব দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছে।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকালে শেরেবাংলা নগরে তার সমাধিতে দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া বিকেলে আলোচনা সভা এবং সারা দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।