ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্বের কথা সবার জানা। তবে নানা সময়ে নানান নেতিবাচক কথা শোনা গেলেও, তাদের বন্ধুত্ব যে নিখাঁদ, এমনটি আবার প্রমাণিত। সোমবার (২৫ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব, প্রিয় বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে।
সাকিব লিখেছেন,
“আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমাদের একসাথে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাই আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
তোমার জন্য আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার।”
কীভাবে অসুস্থ হলেন তামিম?
সোমবার বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ম্যাচে মোহামেডানের হয়ে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম। তবে ম্যাচ শুরুর এক ওভার মাঠে থাকার পরই বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। দ্রুতই সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পরই তামিমের অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে দ্রুতই তার এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা হয়। চিকিৎসকেরা জানান, তামিমের ধমনীতে ব্লকেজ পাওয়া গেছে এবং তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং কথা বলতে পারছেন।

কমেন্ট্রি বক্সে তামিম। ফাইল ফটো
সবার পক্ষ থেকে দোয়া
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা বাতিল করে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামউদ্দিন আহমেদ ও পরিচালক আকরাম খান হাসপাতালে ছুটে যান।
এছাড়াও মোহামেডান সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ অনেকেই হাসপাতালে গিয়ে তামিমকে দেখতে যান।
বিসিবি থেকে জানানো হয়েছে, তামিমের সুস্থতার ব্যাপারে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দেবে।
তামিমের অবদান
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন তামিম। সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
সবশেষে সাকিবের মতোই গোটা দেশ প্রার্থনা করছে তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনায়।