শনিবার, আগস্ট ২, ২০২৫

শমী কায়সার উত্তরা থেকে গ্রেপ্তার

by ঢাকাবার্তা
শমী কায়সার। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

একসময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (e-Cab) সাবেক সভাপতি শমী কায়সারকে (Shomi Kaiser) উত্তরা ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি  নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

এর আগে সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলা করেছিলেন। মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), অভিনেত্রী তারানা হালিম (Tarana Halim), কণ্ঠশিল্পী মমতাজসহ (Momtaz Begum) ১৭ জনকে আসামি করা হয়।

শমী কায়সার। ফাইল ফটো

শমী কায়সার। ফাইল ফটো

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে (Ziaur Rahman) নিয়ে কটূক্তি করা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যেই অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র-জনতার বিক্ষোভে হত্যার এক মামলায়।

শমী কায়সার। ফাইল ফটো

শমী কায়সার। ফাইল ফটো

এদিকে গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই–ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করছি। নির্বাচনের আগপর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য আমার অবর্তমানে বর্তমান ইসি (ই–ক্যাবের নির্বাহী কমিটি) দায়িত্ব পালন করবে।’

প্রসঙ্গত, শমী ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার (Shahidullah Kaiser) ও মাতার নাম পান্না কায়সার (Panna Kaiser)। তার মা সাহিত্যে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখিকা এবং সংরিক্ষত নারী আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (১৯৯৬-২০০১)। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী (Mahi B. Chowdhury) খালাতো ভাই-বোন।

আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত (Mohammad A. Arafat) শমী কায়সারের সাবেক স্বামী।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net