স্টাফ রিপোর্টার ।।
মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ সোমবার সকালে তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
এর আগে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গতকাল রবিবার পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে সময় তিনি আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করে আদালত, এবং তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে পরীমনির কথা কাটাকাটি হয়। নাসিরের দাবি, পরীমনি তাকে অ্যালকোহলের বোতল দিতে চাপ প্রয়োগ করেন, যা অস্বীকার করায় তাঁকে গালমন্দ ও হামলার চেষ্টা করা হয়।
অন্যদিকে, পরীমনি ২০২১ সালের ৮ জুন নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় পরীমনি ও দুইজনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে বিচার কার্যক্রম চলছে।
আইনজীবীরা জানিয়েছেন, পরীমনির বিরুদ্ধে করা মামলাগুলো বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।