রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

তামান্নার বিয়ে ঠিক, বাড়ি খুঁজছেন মুম্বাইয়ে

by ঢাকাবার্তা
তামান্না ভাটিয়া

ডেস্ক রিপোর্ট ।। 

শীত আসছে, বলিউডে আবারো বিয়ের সানাই বাজতে চলেছে। অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মা শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ইতিমধ্যেই বলিপাড়ায় তাদের জুটি ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতি পেয়েছে। এবার সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিতে চলেছে।

তামান্না এবং বিজয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালেই তারা বিয়ের পরিকল্পনা করছেন। এই মুহূর্তে মুম্বাইয়ে তাদের নতুন ঠিকানার সন্ধান চলছে। বিয়ের পর একসঙ্গে বসবাসের জন্য বিলাসবহুল একটি আবাসন কেনার প্রস্তুতি নিচ্ছেন তারা।

যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও তাদের নিকটজনেরা জানিয়েছে, প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। তামান্না ও বিজয় বর্তমানে নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা। রেস্তোরাঁ, সিনেমার পার্টি বা যেকোনো পাবলিক ইভেন্টে হাতে হাত ধরে উপস্থিত হন তারা। তাদের এই মিষ্টি রসায়ন নেটিজেনদের মন জয় করেছে।

প্রেমের শুরু ও প্রকাশ

তামান্না এবং বিজয়ের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২২ সালে। একটি পার্টিতে তাদের ঘনিষ্ঠভাবে দেখা যায়। সেই সময় তারা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও পরবর্তীতে তা স্বীকার করেন। ২০২৩ সালের জুনে তামান্না বলেছিলেন, “বিজয়ের সঙ্গে আমি খুবই সুখে আছি এবং কাজের ক্ষেত্রেও আমরা একে অপরকে সমর্থন করি।” তাদের অনস্ক্রিন রসায়নও নজর কেড়েছিল। বিশেষত, ‘লাস্ট স্টোরি ২’ ছবিতে তাদের অভিনয় দারুণ প্রশংসিত হয়।

বিয়ের পরিকল্পনা

এবারের বিয়ের আয়োজন হবে ভারতেই। ডেস্টিনেশন ওয়েডিং বা কোনো বড়সড় বিলাসী আয়োজন নয়, বরং একটি সাধারণ আয়োজনের মধ্য দিয়েই বিয়ের পর্ব সারতে চান তারা। তবে তাদের নতুন বাড়ি নিয়ে আলোচনা চলছে। বিয়ের পর সেই বাড়িই হবে তাদের নতুন ঠিকানা।

বলিপাড়ায় এই বিয়ে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তামান্না এবং বিজয়ের অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net