বাসস ।।
দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান (Tarique Rahman)।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমরা আমাদের দুই দেশের মধ্যে জোরদার সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’
তারেক রহমান বলেন, ‘এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন।’
তারেক রহমান আরো বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিয়ে এগিয়ে যেতে এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী।