রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

মোবাইল ইন্টারনেটের প্যাকেজ সংখ্যার সীমা তুলে নিয়েছে বিটিআরসি

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো প্যাকেজ দেওয়া যাবে না।

by ঢাকাবার্তা
প্রতীকী ছবি

সৈয়দ হাসসান ।।

মোবাইল ইন্টারনেট প্যাকেজ সংখ্যার সীমা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে গ্রাহক ঘণ্টা, দিন, এমনকি নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড) প্যাকেজও কিনতে পারবেন।

বিস্তারিত নির্দেশিকা:
আজ রোববার জারি করা নির্দেশিকায় বিটিআরসি জানিয়েছে, মোবাইল অপারেটররা তিন ধরনের প্যাকেজ চালু করতে পারবে—

  • নিয়মিত প্যাকেজ: সব গ্রাহকের জন্য উন্মুক্ত।
  • গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ: গ্রাহকের ব্যবহার ও গড় আয় বিবেচনায়।
  • গবেষণা ও উন্নয়ন প্যাকেজ: বাজার যাচাইয়ের জন্য।

প্যাকেজের মেয়াদ:

  • নিয়মিত প্যাকেজ: সর্বনিম্ন ১৫ দিন।
  • বিশেষ প্যাকেজ: সর্বনিম্ন ৩ দিন।
  • গবেষণা প্যাকেজ: সর্বনিম্ন ৭ দিন।

ঘণ্টাভিত্তিক প্যাকেজ:

  • প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি।
  • এক দিনে ৩ জিবি, দুই দিনে ৫ জিবি, তিন দিনে ৮ জিবি ডেটা পর্যন্ত প্যাকেজ।
  • রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো প্যাকেজ দেওয়া যাবে না।

ফ্লেক্সিবল ও আনলিমিটেড প্যাকেজ:
গ্রাহক সুবিধামতো প্যাকেজ গ্রহণের জন্য থাকবে ‘ফ্লেক্সিবল প্ল্যান’ এবং মেয়াদবিহীন প্যাকেজ। তবে আনলিমিটেড প্যাকেজে সময়সীমা নির্ধারণ করতে হবে।

ডেটা ক্যারি ফরওয়ার্ড:
মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনলে, অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যোগ হবে।

অপারেটরদের প্রতিক্রিয়া:
বিটিআরসির নির্দেশিকাকে সময়োপযোগী পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে অপারেটররা।

  • রবি আজিয়াটা: নির্দেশনা ডিজিটাল সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
  • গ্রামীণফোন: এটি ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াবে।
  • বাংলালিংক: গ্রাহককেন্দ্রিক সেবায় সুযোগ বাড়বে।

পরিপ্রেক্ষিত:
ইন্টারনেট প্যাকেজ বিক্রিতে অপারেটরদের ওপর শর্ত শিথিল হওয়ায় গ্রাহকদের বিকল্প এবং সুবিধা বেড়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net