শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

টাকা ছাপিয়ে ২ ব্যাংককে আড়াই হাজার কোটি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

by ঢাকাবার্তা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড

সৈয়দ হাসসান ।।

বাংলাদেশ ব্যাংক তারল্য সংকটে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সরাসরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য টাকা ছাপিয়ে এই সহায়তা দেওয়া হবে।

গত সপ্তাহে ব্যাংকগুলো আবেদন করলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক জানান, সোশ্যাল ইসলামী ব্যাংক ১,৫০০ কোটি টাকা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১,০০০ কোটি টাকা সহায়তা পাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও পদক্ষেপ

গভর্নর আহসান এইচ মনসুর জানান, এটি হাই-পাওয়ার্ড মানি, অর্থাৎ টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে, যা জামানত ছাড়াই দেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংক খাতে সংস্কার শুরু হয়। তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদ হারায়। এর মধ্যে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর এস আলমের নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর তারল্য সহায়তা বন্ধ করে দেন। এর ফলে ইসলামী ধারার ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট তৈরি হয়। গুজব ছড়িয়ে পড়লে গ্রাহকেরা বড় পরিমাণে আমানত উত্তোলন শুরু করেন, যা সংকট আরও বাড়িয়ে তোলে।

প্রথমে বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক ঋণ সুবিধা চালু করলেও তা ব্যর্থ হয়। পরে ২০২৪ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছয় ব্যাংকে সাড়ে ২২ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়।

টাকা ছাপানোর মাধ্যমে সহায়তা

গভর্নর মনসুর সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ ব্যাংক সরাসরি টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে, তবে কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক বিল’ ইস্যুর মাধ্যমে ওই অর্থ বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে।

নভেম্বরে সাড়ে ২২ হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার পরও আবার নতুন করে টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে দেওয়া সহায়তার পরিমাণ:

  • সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল): ৫,৫০০ কোটি টাকা
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: ৬,৫০০ কোটি টাকা
  • ন্যাশনাল ব্যাংক: ৫,০০০ কোটি টাকা
  • ইউনিয়ন ব্যাংক: ২,০০০ কোটি টাকা
  • বাংলাদেশ কমার্স ব্যাংক: ২০০ কোটি টাকা
  • আইসিবি ইসলামী ব্যাংক: ১০ কোটি টাকা
  • গ্লোবাল ইসলামী ব্যাংক: ২,০০০ কোটি টাকা
  • এক্সিম ব্যাংক: ৮,৫০০ কোটি টাকা
  • এবি ব্যাংক: ২০০ কোটি টাকা

এই ধারাবাহিক সহায়তা ব্যাংক খাতে তারল্য সংকট কমাতে কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকরা সন্দিহান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net