সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মাগুরার সেই শিশু আর চোখ মেলবে না

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

মাগুরার সেই শিশু আছিয়া আর চোখ মেলবে না, আজ বৃহস্পতিবার দুপুর ১টায় তার মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাকে মৃত ঘোষণা করে।

সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথমবার সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরলেও, দুপুর ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে আর ফিরে আসেনি। দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net