৭৭
ঢাকাবার্তা ডেস্ক ।।
দোদুল্যমান উইসকনসিন (Wisconsin) অঙ্গরাজ্যে জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউসকনসিনে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট। এ জয়ের ফলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন ট্রাম্প। এর ফলে চারবছর পরে আবার নির্বাচনে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী। কমলা হ্যারিস (Kamala Harris) পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট।
২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের (Joe Biden) কাছে হেরে যান ট্রাম্প। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে (Hillary Clinton) হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। গত ১২ বছরে ৩ নির্বাচনে ২ বার জয়ী হলেন ট্রাম্প।