বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

নতুন টাকায় থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

by ঢাকাবার্তা
জুলাই বিপ্লবের গ্রাফিতি

স্টাফ রিপোর্টার ।। 

সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসবে।

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হলেও পরবর্তীতে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের নকশায় পরিবর্তন আনা হবে। গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। নতুন নোটের বিষয়ে সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি, যার সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। এই কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, নতুন টাকা ছাপানোর কার্যক্রম অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যেই এটি বাজারে আসবে।

এ বিষয়ে টাকশালের এক কর্মকর্তা জানান, টেন্ডারের কাজটি সম্পন্ন হলেই নতুন নোট বাজারে আসতে সময় লাগবে না। বর্তমানে টাকা ছাপানো বন্ধ রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নোট ছাপা শুরু হবে।

নতুন নোট কীভাবে ছাপা হয়

বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড, যা টাঁকশাল নামে পরিচিত। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৮ সালের জুন মাসে এক টাকার নোট ছাপানোর মাধ্যমে এখানে মুদ্রা ছাপা শুরু হয়। প্রতিটি নোট ছাপার আগে নকশা অনুমোদন করা হয়।

নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি এবং প্লেট প্রস্তুত করা হয়। পরে টাঁকশালে প্লেট ব্যবহার করে নোট ছাপানো হয়। সাধারণত একটি নোট ৪-৫ বছর ব্যবহারের উপযোগী থাকে। ছোট মানের নোট বেশি হাতবদল হওয়ায় দ্রুত নষ্ট হয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, সবশেষ ২০২২-২৩ অর্থবছরে নতুন নোট ছাপাতে ব্যয় হয়েছে ৩৮,৪০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে ব্যয় হয়েছিল ৩৭,৪০০ কোটি টাকা। ২০২০ সালে চালু হওয়া ২০০ টাকার নোটে বঙ্গবন্ধুর নতুন রূপের ছবি যুক্ত হয়েছিল। তবে এবার নতুন নোট থেকে তার ছবি সম্পূর্ণভাবে সরানো হবে।

বর্তমানে বাজারে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট প্রচলিত রয়েছে। সবকটি নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, যা নতুন ডিজাইনে আর দেখা যাবে না।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net