স্টাফ রিপোর্টার ।।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে আগামী ৪-৫ দিন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সময়ের মধ্যে বোঝা যাবে, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। তবে এক বিষয়ে নিশ্চিত হওয়া যায়—নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
শফিকুল আলম জানান, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরির কাজ চলছে। তবে এসব কিছু যেভাবেই হোক, নির্বাচন তার সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময় উল্লেখ করেছেন, তার একদিনও দেরি হবে না।”
তিনি আরও বলেন, প্রথমে নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হওয়ার কথা বলা হয়েছিল। পরে লন্ডনে জানানো হয়, যদি কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারিক প্রক্রিয়া এগোয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে। এখনও তারা সেই সিদ্ধান্তেই অটল আছেন।
প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেন, একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সহিংসতা প্রতিটি নির্বাচনেই কিছুটা হয়, তবে এবার তা শূন্যের কোটায় নামিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান তিনি।