বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বাংলাদেশের জন্য রোহিঙ্গা এখন বড় সমস্যা : সাখাওয়াত হোসেন

by ঢাকাবার্তা
এম সাখাওয়াত হোসেন

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশের জন্য রোহিঙ্গা এখন বড় সমস্যা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ সম্মেলনের একটি পর্বে দেওয়া বক্তব্যে এ কথাগুলো বলেন এম সাখাওয়াত হোসেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘১৩ লাখ রোহিঙ্গা এখন আমাদের জন্য বড় সমস্যা। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য নতুন নয়। ১৯৭৮ ও ১৯৯২ সালেও রোহিঙ্গারা এসেছে। তখন সেই সমস্যার সমাধানও হয়েছে। গত সাত বছর ধরে আর কোনো সমাধানই দেখা যাচ্ছে না। বাংলাদেশ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।

আমাদের জন্য এটা রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। এত ছোট জায়গায় এতসংখ্যক শরণার্থী কোথাও নেই। এটা ভূরাজনীতির বিষয় হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের বাকি দেশগুলোর জন্য। এই সংকট সমাধানে অনেক ফর্মুলা আছে। সেসব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দরকার। সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বোঝা দরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে। এটা বাংলাদেশ নিজে সমাধান করতে পারবে না।’

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ঘিরে বছরের পর বছর ধরে ভূরাজনীতির পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বঙ্গোপসাগরে অংশীদারত্বে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (কিছু অংশ)। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা), বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক), দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান)—এগুলোর অনেকটিই অকার্যকর। ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সার্ক অকার্যকর। ফলে এই অঞ্চলে যতটা পারস্পরিক সহায়তা দরকার, তা নেই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net