সোমবার, আগস্ট ৪, ২০২৫

মাইক্রোসফটের ‘স্কাইপ’ যুগের সমাপ্তি, আজ থেকেই বন্ধ

মাইক্রোসফট ব্যবহারকারীদের স্কাইপের পরিবর্তে টিমস ব্যবহারের পরামর্শ দিচ্ছে এবং জানিয়েছে, স্কাইপ অ্যাকাউন্ট দিয়েই টিমসে লগইন করা যাবে।

by ঢাকাবার্তা
স্কাইপ লোগো

ডেস্ক রিপোর্টার ।।

জনপ্রিয় ভিডিও কলিং প্লাটফর্ম স্কাইপ আজ থেকে ব্যবহার করা যাবে না। মাইক্রোসফট ২০২৫ সালের মে মাসে প্লাটফর্মটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে বলে আগেই জানিয়েছিল। এ সিদ্ধান্তের প্রভাব পড়বে উভয় ফ্রি ও পেইড ব্যবহারকারীর ওপর। — খবর বিবিসি।

২০০৩ সালে চালু হওয়া স্কাইপ শুরুতে কম্পিউটারে ফ্রি কলের সুবিধা দিয়েছিল। পরবর্তীতে বিদেশে কম খরচে ল্যান্ডলাইন ও মোবাইলে কল করার সুযোগ থাকায় এটি জনপ্রিয় হয়ে ওঠে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে মাইক্রোসফটের টিমস অ্যাপে গুরুত্ব বাড়ায় স্কাইপের জনপ্রিয়তা কমে যায়। কভিড-১৯ মহামারীর সময় জুম, স্ল্যাক ও টিমসের মতো অ্যাপের উত্থান স্কাইপের চাহিদা আরও কমিয়ে দেয়।

২০১১ সালে মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয়, যা তখন তাদের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল। অধিগ্রহণের সময় স্কাইপের ব্যবহারকারী ছিল প্রায় ১৭ কোটি। ২০২৩ সালে তা কমে ৩ কোটি ৬০ লাখে দাঁড়ায়।

মাইক্রোসফট একপর্যায়ে স্কাইপকে কর্মক্ষেত্র উপযোগী করতে চাইলেও স্ল্যাকের কাছে পরাজিত হয়। পরবর্তীতে ‘টিমস’ চালু হলে স্কাইপের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে।

বর্তমানে মাইক্রোসফট ব্যবহারকারীদের স্কাইপের পরিবর্তে টিমস ব্যবহারের পরামর্শ দিচ্ছে এবং জানিয়েছে, স্কাইপ অ্যাকাউন্ট দিয়েই টিমসে লগইন করা যাবে।

উল্লেখযোগ্যভাবে, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো মোবাইল-ভিত্তিক অ্যাপের জনপ্রিয়তা স্কাইপের পতনকে ত্বরান্বিত করে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net