বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির ৩ সংগঠন

by ঢাকাবার্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

স্টাফ রিপোর্টার ।। 

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ঢাকা থেকে শুরু হয়ে এই লংমার্চ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। তবে লংমার্চের দিন-তারিখ ও নির্ধারিত পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। আজ এই তিন সংগঠনের বৈঠকে কর্মসূচির সময়সূচি নির্ধারণের কথা রয়েছে।

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিন সংগঠনের শীর্ষ নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন

বিএনপির দাবি, শেখ হাসিনা সরকার পতনের পর এবং তাঁর ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত হয়েছে। বিশেষত, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে।

এসব ঘটনার পাশাপাশি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

ভারতের আচরণের প্রতিবাদ

বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন, ভারতের এসব কার্যক্রম কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেছে। ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত থেকেই আগরতলা অভিমুখে লংমার্চের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচি বিএনপির ভারতবিরোধী অবস্থানের ধারাবাহিকতা হিসেবে দলের তিন সহযোগী সংগঠনের ব্যানারে পরিচালিত হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net