শনিবার, আগস্ট ২, ২০২৫

বিদেশে বাংলাদেশিদের চিকিৎসা ব্যয় বছরে ৬০ হাজার কোটি টাকা

by ঢাকাবার্তা

সৈয়দ হাসসান ।। 

বাংলাদেশিরা প্রতিবছর বিদেশে চিকিৎসার জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ করেন, যা মূলত অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ব্যয় হয়। রবিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই তথ্য জানান।

গভর্নর বলেন, চিকিৎসার উন্নতমানের অভাবে বাংলাদেশিরা ভারত ও থাইল্যান্ডের মতো দেশে বেশি যান, যা দেশের বৈদেশিক লেনদেনের ওপর চাপ তৈরি করে। তিনি দেশের স্বাস্থ্য খাতে তথ্য ব্যবস্থাপনার উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

কর্মশালায় পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার সঞ্চালনা করেন এবং সূচনা বক্তব্য দেন। বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিধি পারেখ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

গভর্নর আরও বলেন, “ডেটা মাইনিং, ডেটা স্টোরেজ এবং অবকাঠামোগত উন্নয়ন ছাড়া তথ্য ব্যবস্থাপনায় অগ্রগতি সম্ভব নয়। দেশে এখনও ক্লাউড সার্ভিসের অভাব রয়েছে, যা দ্রুত উন্নত করা দরকার।”

স্বাস্থ্য, অর্থনীতি এবং ট্যুরিজম সেক্টরের তথ্য ব্যবস্থাপনায় উন্নতির মাধ্যমে দেশ বড় ধরনের সুবিধা পেতে পারে বলে তিনি মনে করেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net