শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দেশে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪

by ঢাকাবার্তা
নির্বাচন কমিশন ভবন। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

দেশে এখন চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন পুরুষ, ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন নারী এবং ৯৯৪ জন হিজড়া।

ইসি কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। বছর শেষে নতুনভাবে যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ের পর আরও ৪৮ হাজার ৭৬২ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ভোটার বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।

ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের সামনে একটি শোভাযাত্রার আয়োজন করে নির্বাচন কমিশন। এ সময় সিইসি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net