ডেস্ক রিপোর্ট ।।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই অভিবাসন, জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছেন। তিনি প্রায় ১০০ নির্বাহী আদেশে সই করবেন, যা বাইডেন প্রশাসনের বিভিন্ন নীতিকে উল্টে দিতে পারে।
ট্রাম্পের নীতি-বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানিয়েছেন, এসব নির্বাহী আদেশে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি, অভিবাসন সংক্রান্ত পদক্ষেপ এবং জ্বালানি নীতির পরিবর্তন অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের ‘রিমেইন ইন মেক্সিকো’ নীতিটি পুনরায় কার্যকর করবেন, যা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেয়।
আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের সামনের উন্মুক্ত স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও এবার শীতের তীব্রতার কারণে ক্যাপিটল ভবনের রোটুন্ডায় আয়োজন করা হয়েছে।

অভিষেক অনুষ্ঠানের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প
গতকাল রোববার রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় স্টিফেন মিলার বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রথম দিনেই বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি নীতি বাতিল করা হবে। বিশেষ করে, মাদক চোরাচালানে জড়িত গোষ্ঠীগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এদিকে, আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের নেওয়া প্রথম দিনের সিদ্ধান্তগুলো বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবু ট্রাম্প আত্মবিশ্বাসী, ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি কয়েক ডজন নির্বাহী আদেশ বাস্তবায়ন করবেন এবং এসব আদেশ তাঁর ভাষণেও উল্লেখ করবেন।
ট্রাম্প বলেছেন, ‘কলমের এক খোঁচায় আমি বাইডেন প্রশাসনের ধ্বংসাত্মক আদেশগুলো বাতিল করে দেব, যা আগামীকাল থেকে অকার্যকর হয়ে পড়বে।’