শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, সহযোগিতা করে যাবো : সেনাপ্রধান

by ঢাকাবার্তা
ওয়াকার-উজ-জামান

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘোষণা দিয়েছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব।’ একইসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনো এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। নির্বাচন নিয়ে অবস্থান আগের মতোই রাখছেন তিনি—দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই।

আজ বুধবার ঢাকার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে বক্তব্য দেন সেনাপ্রধান। সেখানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনেকেই ভার্চ্যুয়ালি অংশ নেন। বক্তৃতায় তিনি নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, সংস্কার, নিরাপত্তা পরিস্থিতি ও ঈদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এ নিয়ে তাঁর অবস্থান পরিবর্তন হয়নি। সেনাবাহিনী ভবিষ্যতেও নির্বাচনী দায়িত্ব পালন করবে সততা ও নিষ্ঠার সঙ্গে—এমন নির্দেশও তিনি দিয়েছেন সেনাসদস্যদের।

রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে বৈধ প্রক্রিয়ায় এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই এমন কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে।

‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ জনতার সহিংসতা নিয়ে কড়া অবস্থান জানান সেনাপ্রধান। বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখন আরও কঠোর হচ্ছে। সহিংসতা আর বরদাশত করা হবে না।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় জনমত ও রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সংস্কার নিয়ে মন্তব্য করতে গিয়ে জেনারেল ওয়াকার বলেন, কী সংস্কার হচ্ছে কিংবা কীভাবে হচ্ছে—এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তাঁর সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ হয়নি বলেও জানান তিনি।

সামনে ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারে, এ জন্য প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন সেনাপ্রধান। একইসঙ্গে তিনি সব সেনাসদস্যকে পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net