স্টাফ রিপোর্টার ।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা আপনার আশীর্বাদ চাই, বিশেষত একটি বিষয়ে—অপতথ্যের বিরুদ্ধে, যা আমাদের ধ্বংস করছে।’
অধ্যাপক ইউনূস বলেন, মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, কিন্তু কিছু মানুষ তা পছন্দ করে না। তিনি বলেন, ‘অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব।’
জাতীয় ঐক্যের প্রসঙ্গে ইউনূস বলেন, শিক্ষার্থীদের তৈরি ঐক্য দেশের সব স্তরের জনগণের মধ্যে সংহতি সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, জনগণ নানা বিষয়ে ভিন্নমত পোষণ করলেও একটি বিষয়ে তারা একমত—‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস
তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলন ছিল ঐতিহাসিক। ‘শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন। তারা স্বাধীনতার জন্য, নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন।’ তিনি বলেন, ‘এটাই আমাদের নতুন বাংলাদেশ।’
জাতিসংঘ মহাসচিবের সফর জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, এ সফর দেশের মানুষের জন্য আনন্দের বার্তা এনেছে। তিনি বলেন, ‘আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে, কিন্তু আপনার এই সফর যেন আগেভাগেই আমাদের জন্য ঈদ এনে দিয়েছে।’
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য দেন।