শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের হয়ে তিনি মাঠে নেমেছেন ১২১টি ম্যাচে।

by ঢাকাবার্তা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

খেলা ডেস্ক।।

পাকিস্তান সবশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলেছে চলতি বছরের এপ্রিলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন ইমাদ ওয়াসিম। সাত মাসের ব্যবধানে এবার তিনি দিলেন অবসরের ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাঁহাতি এই অলরাউন্ডার।

৩৪ বছর বয়সী ইমাদের জাতীয় দলের হয়ে অভিষেক ২০১৫ সালে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের জার্সিতে তিনি মাঠে নেমেছেন ১২১টি ম্যাচে। ওয়ানডে দলের জায়গা ২০২০ সালে হারালেও সাম্প্রতিককালে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু আচমকাই শুক্রবার নিজের ‘এক্স’ অ্যাকাউন্টের মাধ্যমে অবসরের কথা নিশ্চিত করেছেন।

বিদায়ী বার্তায় ইমাদ বলেছেন, এখনই সঠিক সময়, ‘বিগত কয়েকদিনে, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি অনেক চিন্তা করছি এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার উপযুক্ত সময় এখনই। আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই তাদের সব সমর্থনের জন্য। পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা সত্যিই গৌরবের বিষয় ছিল।’

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়েছে। ক্রিকেট ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাফিজ। এখনও দীর্ঘমেয়াদী কোচ নিয়োগ না দেওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সামনের দুই সফরে পাকিস্তানের কোচ হিসেবেও কাজ করবেন তিনি। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। বাবর আজম সরে দাঁড়ানোয় টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি নতুন অধিনায়ক হয়েছেন।

পাকিস্তানের নতুন ম্যানেজমেন্টের প্রতি শুভকামনা জানিয়ে ইমাদ বলেছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে আমার ১২১ ম্যাচের প্রত্যেকটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপার। নতুন কোচ ও নেতৃত্বের অধীনে পাকিস্তান ক্রিকেটে সামনের সময়টা রোমাঞ্চকর। এর সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের সফলতা কামনা করছি এবং আমি দলের সাফল্য দেখতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ওয়ানডেতে ৯৮৬ রানের সাথে ৪৪ উইকেট নিয়েছেন ইমাদ। ৬৬ টি-টোয়েন্টি খেলে তিনি ৪৮৬ রান করেছেন। সঙ্গে উইকেটেও আদায় করে নিয়েছেন ৬৫টি।

অবসরের ঘোষণা ইমাদ শেষ করেছেন প্রাপ্য ধন্যবাদগুলোর কথা জানিয়ে, ‘এত আবেগের সাথে আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের সমর্থকদের জানাই ধন্যবাদ। শেষ ধন্যবাদটা আমার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য, যারা সর্বোচ্চ পর্যায়ে আমার অর্জনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন আমি পরবর্তী পর্যায়ে, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরের যে খেলোয়াড়ি ক্যারিয়ার, সেখানে মনোযোগ দিতে মুখিয়ে আছি।’

 

আরও পড়ুন: তাসকিনকে নিয়ে দুঃসংবাদ, আবারো ইংল্যান্ড যাচ্ছেন ইবাদত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net