মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে একমত প্রেসিডেন্ট ও সিইসি

বিবৃতিতে বলা হয়েছে, এতে সবাই সর্বসম্মত মত দিয়েছেন

by ঢাকাবার্তা ডেস্ক
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে একমত প্রেসিডেন্ট ও সিইসি

বিদেশ ডেস্ক।।

পাকিস্তানে জাতীয় নির্বাচন ৮ই ফেব্রুয়ারি হবে বলে একমত হয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। প্রেসিডেন্টের অফিস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল এবং অ্যাটর্নি জেনারেল মানসুর উসমান আওয়ান সাক্ষাৎ করেন প্রেসিডেন্টের সেক্রেটারিয়েটে। সেখানে আলোচনায় ৮ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নিয়ে সবাই একমত হন।

বিবৃতিতে বলা হয়েছে, এতে সবাই সর্বসম্মত মত দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষ এই মিটিংয়ে বসেন। সুপ্রিম কোর্ট তার নির্দেশনায় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে আজ শুক্রবার নির্বাচনের তারিখের বিষয়ে সুপ্রিম কোর্টকে জানাতে। এর আগে সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছিল নির্বাচন হতে পারে ১১ই ফেব্রুয়ারি। এ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শের নির্দেশনা দেয় সুপ্রিম কোর্ট। একমত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল আওয়ান ও প্রধান নির্বাচন কমিশনার রাজা অবহিত করবেন সুপ্রিম কোর্টকে। ওই সময় ১১ই ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল দেশটির প্রধান তিনটি রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। তবে নতুন তারিখ ৮ই ফেব্রুয়ারির বিষয়ে সম্মতি দিয়েছে প্রথম দুটি দল।

 

আরও পড়ুন: জাতিসংঘের এআই উপদেষ্টা বোর্ডে পাকিস্তানের নিগাত দাদ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net