বিনোদন ডেস্ক।।
১০ ফেব্রুয়ারি ঢাকার মঞ্চে উঠবেন চার্লি পুথ। কয়েক বছর আগেও ইউটিউবে সর্বাধিক ভিউপ্রাপ্ত গান ছিল ‘সি ইউ অ্যাগেইন’। ২০১৫ সালের সিনেমা ‘ফিউরিয়াস ৭’র গান এটি। গেয়েছেন উইজ খলিফা ও চার্লি পুথ। বন্ধুত্বের গল্পে তৈরি করা এই গান বিশ্বজুড়ে জনপ্রিয়। আর সেই গানেরই শিল্পী চার্লি এবার আসছেন ঢাকায়, গাইতে।
সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার মঞ্চে উঠবেন মার্কিন সংগীতশিল্পী চার্লি পুথ। এমনটাই নিশ্চিত করলো সিলভারলাইন ইভেন্টস নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে তারা কনসার্টটির প্রচারণা শুরু করে দিয়েছে।
যদিও চার্লি পুথের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা বা নিশ্চয়তা আসেনি। তাই বিষয়টির নিশ্চয়তার জন্য সিলভারলাইনের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস প্রতিনিধি পূজা বললেন, ‘চার্লি পুথের সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র হয়ে গেছে। জানুয়ারির মাঝামাঝিতে আমরা তার একটি ভিডিও বার্তা প্রচার করবো। যেহেতু এটা তার সলো ট্যুর না, আমাদের আয়োজনে আলাদা ইভেন্ট। তাই তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কোনও পোস্ট দিচ্ছেন না; আমরাই তার ভিডিও বার্তা দেবো।’
‘চার্লি পুথ লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট শুরু হবে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। এর এক ঘণ্টা আগে খোলা হবে ভেন্যুর প্রবেশদ্বার। যদিও চূড়ান্ত নয়, তবে বসুন্ধরা কনভেনশন সিটির এক্সপো জোনে কনসার্ট হওয়ার কথা রয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) থেকেই টিকিট প্ল্যাটফর্ম খুলে দেওয়ার কথা ছিল। তবে কারিগরি জটিলতায় সেটা সম্ভব হয়নি। সিলভারলাইন প্রতিনিধি পূজা জানালেন, দু’একদিনের মধ্যেই টিকিট পাওয়া যাবে।
এদিকে বিশেষ এই কনসার্টে বাংলাদেশের দুজন শিল্পীও থাকছেন। তারা হলেন গায়িকা জেফার ও গায়ক তানভীর ইভান। উল্লেখ্য, চার্লি পুথ একাধারে একজন গায়ক, গীতিকার ও সংগীত প্রযোজক। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘উই ডোন্ট টক অ্যানিমোর’, ‘অ্যাটেনশন’, ‘হাউ লং’, ‘ওয়ান কল অ্যাওয়ে’ ইত্যাদি।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তারকা টেইলর সুইফট