রবিবার, মার্চ ১৬, ২০২৫

জয় সরকারের জন্মদিনে লোপামুদ্রা মিত্রের শুভেচ্ছা ‘Happy birthday, শত্রু’

by ঢাকাবার্তা

সৈয়দ হাসসান ।। 

বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় দুই নাম লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। স্বামী-স্ত্রী এই শিল্পী জুটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত জীবনেও একে অপরের সহযাত্রী।

আজ, জয় সরকারের জন্মদিন উপলক্ষে লোপামুদ্রা মিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “Happy birthday, শত্রু,” এবং সঙ্গে দিয়েছেন দুজনের একটি হাস্যোজ্জ্বল ছবি। লোপামুদ্রার এই মজার শুভেচ্ছা বার্তা ভক্তদের মনে আনন্দ এনেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনেকেই কমেন্টে তাদের প্রশংসা করেছেন এবং জয় সরকারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, জয় সরকার বাংলা গানের একজন প্রখ্যাত সংগীত পরিচালক এবং ভারতীয় বাংলা গানে লোপামুদ্রা মিত্রের অবদান অনস্বীকার্য। তাদের যুগলবন্দি বাংলা গানের ভাণ্ডারে এক অনন্য মাত্রা যোগ করেছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net