ডেস্ক রিপোর্ট ।।
ভালোবাসার শহর প্যারিসে মালাবদল করলেন গায়িকা আজমেরী নির্ঝর। শুক্রবার এই শহরের একটি পারিবারিক আয়োজনের মাধ্যমে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে।
নির্ঝরের জীবনসঙ্গী জাহেদ আহমেদ মামুন, একজন প্রবাসী বাঙালি ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন।
বিয়ে প্রসঙ্গে নির্ঝর বলেন, “লেখাপড়া ও কাজ নিয়ে প্যারিসে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমাদের এই বিয়ের ঘটকালি করেছেন আমার কাজিনরা। কয়েক বছর ধরেই পরিবার থেকে বিয়ের জন্য চাপ ছিল। এবার যখন পারিবারিকভাবে উদ্যোগ নেওয়া হলো, তখন সম্মতি দিলাম। সবচেয়ে বড় কথা, বিয়ে তো সারা জীবনের সিদ্ধান্ত। মনের মতো একজন মানুষ না পেলে সিদ্ধান্ত নেওয়া কঠিন। পরিবার যখন কথাবার্তা বলল, সবকিছু মিলিয়ে মনে হলো এবার সম্মতি দেওয়াই ভালো।”
গানের জগতে নির্ঝরের উত্থান ছিল ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটির মাধ্যমে। এই গানের নতুন সংস্করণ গেয়ে তিনি শ্রোতাদের নজরে আসেন। এরপর একে একে তার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। হৃদয় খানের সুরে তার গাওয়া ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গান দুটি সুপারহিট হয়। তার একক অ্যালবাম ‘স্বপ্নমুখী’-এর ‘আরাধনা’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
বর্তমানে নির্ঝর প্যারিসেই কাজ ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নতুন জীবনের শুরুতে তিনি ভক্তদের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।