স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের আইকন আইয়ুব বাচ্চুর কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষা শেষ হচ্ছে। আগামী ১ ডিসেম্বর, ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’-তে প্রকাশিত হতে যাচ্ছে তার অপ্রকাশিত গান ‘ইনবক্স’।
ব্যান্ড এলআরবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। এলআরবি সদস্যরা জানান, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও ‘এবি কিচেন’-এর হার্ডডিস্কে সংরক্ষিত এমন আরও অনেক অপ্রকাশিত গান রয়েছে। তিনি কখনোই অ্যালবামের জন্য নির্দিষ্টসংখ্যক গান তৈরি করতেন না; তৈরি হওয়া গানগুলোর মধ্য থেকে বাছাই করে অ্যালবাম সাজাতেন। এবার সেই গানের ভান্ডার থেকে শ্রোতাদের জন্য প্রকাশিত হচ্ছে নতুন গানগুলো। এরই প্রথম প্রয়াস হিসেবে আসছে ‘ইনবক্স’, যা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু এবং সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু নিজেই।
গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর তারেক এবং এটি প্রকাশিত হবে কোলাহল কমিউনিকেশনের ব্যানারে। এলআরবি সদস্যরা জানান, ‘ইনবক্স’ প্রকাশের জন্য ১ ডিসেম্বর দিনটি বেছে নেওয়ার বিশেষ কারণ রয়েছে। এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে পালিত হয়। তাই দেশের ব্যান্ড সংগীতের এই বিশেষ দিনে আইয়ুব বাচ্চুর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তার অপ্রকাশিত গানটি প্রকাশ করা হচ্ছে।
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, “ভক্তরা দীর্ঘদিন ধরেই অপ্রকাশিত গানগুলোর জন্য অপেক্ষা করছেন। তাদের এই ভালোবাসার কারণে আমরা তার সব সৃষ্টি সংরক্ষণ এবং শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে এবি কিচেন ইউটিউব চ্যানেলে গান ও অ্যালবাম প্রকাশের প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে এলআরবি সদস্য আবদুল্লাহ মাসুদ, গীতিকার নিয়াজ আহমেদ অংশু, শিল্পী জুয়েল মোর্শেদ ও শুভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কপিরাইট সংশ্লিষ্ট জটিলতার অনেকটাই সমাধান হয়েছে ব্যারিস্টার খালিদ হামিদ চৌধুরীর সহযোগিতায়।
অপ্রকাশিত গান প্রকাশের পাশাপাশি আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে কাজ করছে ‘এবি ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন দেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের সহায়তায় বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে স্মৃতি জাদুঘর স্থাপন, স্মরণে কনসার্ট আয়োজন, সম্মাননা প্রদান, এবং তার সৃষ্ট প্রায় ২০০টি গান প্রকাশ।
এশিয়াটিকের কর্মকর্তা ইরেশ যাকের জানান, “আমরা সম্মিলিতভাবে আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষায় কাজ করছি। স্মৃতি জাদুঘরের পাশাপাশি নতুন প্রজন্মের জন্য তার সৃষ্টিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
আইয়ুব বাচ্চুর গান মানেই গানের প্রতি এক অসীম আবেগ। ‘ইনবক্স’ গানটি যেমন তার সৃষ্টির ভান্ডারের একটি অমূল্য রত্ন, তেমনই তার প্রতি ভক্তদের ভালোবাসার আরেকটি উপলক্ষ। ‘এবি কিচেন’ ও ‘এবি ফাউন্ডেশন’-এর এই উদ্যোগ তার সৃষ্টি ও স্মৃতিকে আরও দীর্ঘস্থায়ী করবে।