স্টাফ রিপোর্টার।।
সাংবাদিকতা একটি মহান পেশা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিট অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম সাংবাদিকরা অপরাধ বিষয়ক সংবাদ প্রকাশ করেন। আর পুলিশ অপরাধ দমন করেন, প্রতিরোধ করেন। এই কাজে আমরা সাথে পাই ক্রাইম সাংবাদিকদের।
তিনি বলেন, মানবসভ্যতা ও মানব সমাজকে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে অপরাধ বিষয়ক সংবাদ করা সাংবাদিকরা। সাংবাদিক বন্ধুদের কাজ কলম ও বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে। আর আমরা কাজ করি আইন ও অস্ত্রের মাধ্যমে। হাবিবুর রহমান বলেন, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এতে পুলিশ-সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের লোকজন এক সাথে শামিল হবে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশ হিসেবে দেখতে পাব বলে প্রত্যাশা করছি।
আরও পড়ুন: আমি প্রত্যেকটা হাসপাতালে যাব : স্বাস্থ্যমন্ত্রী